Whether you’re interested in landing your first IT security job, becoming a full-time white hat hacker, or preparing to test the security of your own home network, Arena Web Security offers approachable, hands-on ethical hacking courses to help you keep your networks safe from cyber criminals & make your career at professional marketplace.
Cyber Security & Ethical Hacking (Module)
- Introduction
- Footprinting
- PHP & MySQL Basic:
- Website Penetration Testing
- Website Hacking
- System Hacking
- keylogger Spyware
- Malware Threats [Virus]
- Website Development
- Social Engineering
- Denial-of-Service
- SQL Injection All method
- Evading IDS, Firewalls
- Scanning Networks web server
- Linux OS
- Cross-Site Request Forgery
- Outsourcing in Fiverr/Upwork
- Outsourcing in Hackerone
Key Features
- Cyber Security
- Linux
- Digital Forensic
- Open Source Intelligence
- Freelancing
# | Information Type | Description |
---|---|---|
1 | Date & Time | Duration: 18 weeks (2 Days per week) |
2 | Course Fee | BDT 14,000/- |
3 | Course Type | Professional certified course that everyone can avail. |
Become a complete Cyber Security & Ethical Hacking expert
Course Outline
ইন্টারনেটে হ্যাকিং বা ম্যালওয়ার অ্যাটাক থেকে নিজে কিংবা নিজের সিস্টেম বাচতে যেসব ব্যাবস্থা গ্রহণ করা হয় এবং ওয়েবসাইট, নেটওয়ার্ক, এপ্লিকেশন ছাড়াও নিজেদের ব্যাবহৃত ইলেক্ট্রিক ডিভাইস গুলোতে সাইবার আক্রমন প্রতিহত করার পদ্ধতি সবই সাইবার সিকিউরিটির অন্তর্ভুক্ত। হ্যাকিং শব্দটি যেহেতুএসেই পড়লো এ নিয়ে কিছুকথা হয়ে যাক , যারা হ্যাকিং করে তাদের বলা হয় হ্যাকার । অনেকেরই ধারনা হ্যাকাররা মেধাবী বা কম্পিউটার পরিচালনায় দক্ষ কিন্তু তারা অসৎ। কিন্তু আমাদের সচরাচর এই ধারণাটা সম্পূর্ণ ভূল। কারণ সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তারাও কিন্তু হ্যাকার, অন্যান্য হ্যাকার থেকে তাদের প্রধান পার্থক্যই হচ্ছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা তাদের মেধা ও কম্পিউটার পরিচালনার দক্ষতা ভাল এবং প্রফেশনাল কাজে ব্যয় করে। যার ফলে স্বপ্নীল এই হ্যাকিং জগতে তারা ক্যারিয়ার গঠনের পাশাপাশি তাদের জ্ঞানকে সকলের উপকারে ব্যাবহার করতে পারে।
বর্তমানের সব কিছুই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। সে সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার জন্য সেটি হয়ে গেছে ইন্টারনেট নির্ভরও। আমাদের ব্যাক্তিজীবন থেকে কর্মজীবন র্ম সবই এখন ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত। এর জন্য সকলেরই সাইবার সিকিউরিটি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। বর্তমান বিশ্বের বড়ো সব প্রতারনা বা স্ক্যাম গুলোও হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে । সাইবার সিকিউরিটি সম্পর্কে কম জ্ঞানের কারনে মানষু খুব সহজেই প্রতারনার শিকার হচ্ছে। সেগুলো থেকে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত করার জন্যও আমাদের সকলের কম বেশি সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারনা থাকতে হবে। এছাড়াও প্রাতিষ্ঠানিক ভাবে সাইবার সিকিউরিটি হতে পারে ক্যারিয়ার গঠনের বড় একটি সুযোগ। বর্তমানে বড় বড় সকল প্রতিষ্ঠানই অনলাইনে তাদের কার্যক্রম নিরাপদে রাখার জন্য সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে। শুধুই কি কোন প্রতিষ্ঠান? তা কিন্তু নয়। প্রায় সকল দেশ তাদের নিজস্ব নিরাপত্তায় সরকারী ভাবে সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়োগ দিচ্ছে। এমন কার্যক্রম আমাদের দেশেও হচ্ছে। ইথিক্যাল হ্যাকিং এখন ফ্রীল্যান্সিং এর একটি জনপ্রিয় বিষয়ও হয়ে উঠছে। সাইবার নিরাপত্তা একটি গুরুত্বপুর্ণ বিষয় হওয়ায় আইটির যে কোন চাকুরিতেই আপনার এই জ্ঞান থাকাটা বাধ্যতামলকূ হয়ে গেছে। সাইবার সিকিউরিটি , বিভিন্ন ওয়েবসাইট বা সিস্টেমের নিরাপত্তা দর্বুর্বলতা নির্ণয়র্ণ করে সাইবার সিকিউরিটি এক্সপার্টরা পাচ্ছেন বড় পুরুষ্কার । ক্যারিয়ার হিসেবে তাই সাইবার সিকিউরিটি হতে পারে আপনার মতো একজন আইটি প্রিয় মানষেু র জন্য প্রথম পছন্দের বিষয়।
সরাসরি সাইবার সিকিউরিটি বিষয়টি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে না থাকায় ,আপনি বেসরকারী কোন প্রতিষ্ঠান থেকে সাইবার সিকিউরিটির কোর্স করতে পারেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফোর্বসের একটি আর্টিকেলে ১৩টি উচ্চ বেতনের চাকরির কথা বলা হয়েছে, যেগুলোতে কোনো ধরনের ডিগ্রির প্রয়োজন নেই। এর মধ্যে সাইবার সিকিউরিটি অন্যতম। শুধুমাত্র দক্ষতা দিয়েই এই পথে ক্যারিয়ার গড়া সম্ভব। আপনি নিজেই এই সম্পর্কে ধারনা পেতে গুগল এবং ইউটিউবের সাহায্য নিতে পারেন,ইংরেজি সহ বিভিন্ন ভাষায় সেখানে অসংখ্য রিসোর্স পাওয়া যাবে। প্রয়োজন শুধুধৈর্য্য ও অনুশীলন। TechDefenders Hub, সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, একটি স্বতন্ত্র পাথওয়ে অফার করে৷ আমাদের কোর্সগুলি বৈশ্বিক মানগুলি পূরণ করার জন্য এবং বিকশিত ফ্রিল্যান্সিং ল্যান্ডস্কেপ পূরণ করার জন্য তৈরি করা হয়েছে, যা আপনাকে অনলাইন মার্কেটপ্লেসগুলিতে একজন নৈতিক হ্যাকিং পেশাদার হিসাবে দক্ষতা অর্জন করতে সক্ষম করে। TechDefenders Hub-এর ক্যারিয়ার-কেন্দ্রিক প্রোগ্রাম বেছে নেওয়া আপনার যাত্রার জন্য একটি কৌশলগত এবং সময়োপযোগী পদক্ষেপ হতে পারে।
সম্পূর্ণ অনলাইন ল্যাব-ভিত্তিক কোর্স এবং মিডটার্ম পরীক্ষার অভিজ্ঞতা নিন, কর্মরতর্ম পেশাদার এবং ছাত্র উভয়ের জন্য আমাদের ব্যক্তিগত সার্ভারের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণের জন্য নমনীয়তা প্রদান করে। আমাদের কোর্সগুলি অনলাইন প্ল্যাটফর্মেরর্মে মাধ্যমে অ্যাক্সেসযোগ্য হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, যা বিভিন্ন পেশার ব্যক্তিদের জড়িত হতে দেয়। আপনি পৃথীবির সেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নির্দেশনা নিয়ে অনুশীলন করতে পারেন, যারা মার্কেটপ্লেস ইন্টার্নশিপের সুযোগও অফার করে। এমনকি পূর্বের প্রোগ্রামিং জ্ঞান ছাড়া, আপনি আত্মবিশ্বাসের সাথে কোর্স যাত্রা শুরু করতে পারেন। কোর্সটি সমস্ত বয়স এবং পেশার ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। পরীক্ষা পরবর্তী অনলাইন ভেরিফাই প্রসেসের মাধ্যমে সার্টিফিকেশন প্রদান করা হয় যার ফলে সাইবার সিকিউরিটির সার্টিফিকেশন আপনি বিশ্বব্যাপি যে কোন প্রতিষ্ঠানেই ব্যাবহার করতে পারছেন।
আইটি এনালিস্ট, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ইথিক্যাল হ্যাকার, আইটি ইঞ্জিনিয়ার, ডিজিটাল ফরেন্সিক স্পেশালিস্ট, ফ্রিল্যান্সার। বৈশিষ্ট্যঃ বিশ্বসেরা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ টীম দ্বারা প্রশিক্ষণ। যারা প্রোগ্রামিং সম্পর্কে আগের থেকে ধারনা নেই তাদেরকে কোর্সের সাথে ফ্রি বেসিক ট্রেনিং প্রদান করা হয়। কোর্স শেষে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট আমাদের আমাদের টীমের সাথে বিভিন্ন মার্কেটপ্লেসের কাজ গুলো করার সুযোগ।
১২হাজার টাকা, দইু ধাপে পরিশোধযোগ্য। প্রথমে ৬ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করবেন, বাকি ৬ হাজার টাকা ক্লাস শুরু হওয়ার ১৫-২১দিন পর পরিশোধ করতে পারছেন। (কোর্সটি করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন সহ একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ প্রয়োজন হবে।)